ইউটিউব চ্যানেল খোলার নিয়ম | How to create a youtube channel

             ইউটিউব চ্যানেল খোলার নিয়ম


আসসালামু আলাইকুম,আশা করি সকলে ভালো আছেন| আজকের এই পোস্টটি মূলত তাদের জন্য যারা সম্পূর্ণ কাস্টমাইজ ইউটিউব চ্যানেল তৈরি করতে চাচ্ছেন| আমি এই পোস্ট এ চ্যানেল তৈরি এ টু জেড দেখিয়েছি|

   


ইউটিউব চ্যানেল খোলার নিয়ম


    

ইউটিউব চ্যানেল খোলার নিয়ম




আপনারা আজকের পোস্ট থেকে নিচের সকল বিষয় জানতে পারবেন| যেমনঃ  উটিউব চ্যানেল কি ?  ইউটিউব কি  ইউটিউব কে বা কারা তৈরি করেছে?  ইউটিউব  চ্যানেল  খুলতে কি কি লাগে ?  চ্যানেল এর প্রকারভেদ ?মোবাইল দিয়ে  চ্যানেল খোলার নিয়ম ডেস্কটপ দিয়ে চ্যানেল খোলার নিয়ম ?ইউটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম ? চ্যানেল এ টু জেড কাস্টমাইজ উপায়?ভিডিও আপলোড করার নিয়ম ? ভিউ ও সাবস্ক্রাইব বাডানোর টিপস ?



আশা করি এই পোস্টের মাধ্যমে আমি ইউটিউব চ্যানেল খোলার এ টু জেড বিষয় তুলে ধরতে পেরেছি I   নিচের নিয়মগুলো অনুসরণ করলে আপনি সফলভাবে  চ্যানেল খুলতে পারবেন ,ইনশাল্লাহ|




ইউটিউব কি ?কে বা কারা তৈরি করেছে ?



ইউটিউব হলো একটি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম |  তিনজন পেপাল কর্মচারী    চেড হার্লি ,স্টিভ চেন ও বাংলাদেশী বংশোদ্ভাত জাওয়াদ সহ তিনজন মিলে ২০০৫ সালে ইউটিউব প্রতিষ্ঠা করেন |  এর জনপ্রিয়তা এবং ভিডিও শেয়ারিং এর জনপ্রিয়তা বাডতে দেখে ২০০৬ সালে গুগল ১.৬৫ বিলিয়ন ডলারের পরিবর্তে ইউটিউব কিনে নেয় |




ইউটিউব চ্যানেল কি ?



একটি ইউটিউব চ্যানলকে আপনি একটি দোকানের সাথে তুলনা করতে পারেন |  ইউটিউব চ্যানেল বলতে ইউটিউব এপ এ প্রোফাইল  তৈরি করাকে বোঝায়|  যেটিকে ইউটিউব চ্যানেল বলা হয়   ইনকাম করার জন্য প্রথমে আপনাকে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে |  




ইউটিউব চ্যানেল  খুলতে কি কি প্রয়োজন  ?


প্রকৃতপক্ষে ইউটিউব চ্যানেল খোলা খুবিই সহজ কাজ |  আপনার একটি স্মার্টফোন বা কম্পিউটার , ইন্টারনেট কানেকশন,জিমেইল ,ফোন নাম্বার  থাকলে খুব সহজে একটি চ্যানেল তৈরি করতে পারেন | 

আপনার মনে হতে পারে  এখানে ফোন নাম্বারের প্রয়োজন কোথায় ?

ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে অবশ্যই একটি মোবাইল নাম্বার প্রয়োজন|  সে হিসেবে বলা যায় যে  একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য নিম্মের জিনিসগুলো প্রয়োজন হবে -


১. ইন্টারনেট সংযোগ মোবাইল বা কম্পিউটার 



২. জিমেইল আইডি 



৩.মোবাইল নাম্বার |





                ফেসবুক পেজ খোলার নিয়ম








 ইউটিউব চ্যানেল  ধরন বা প্রকারভেদ ?



ইউটিউব চ্যানেল বা একাউন্ট দুই ধরনের হয়ে থাকে |  একটি ব্রান্ড এবং অন্যটি পারসোনাল  |  ব্রান্ড চ্যানেল বলতে সে সব চ্যানেলকে বোঝায় যেগুলো কোনো একটি প্রতিষ্ঠান বা টিম এর অধীনে থাকে |   আর পার্সোনাল একাউন্ট বলতে যে সব চ্যানেল একজন  ব্যাক্তির অধীনে থাকে বা নিয়ন্তন করে থাকে|   ব্রান্ড চ্যানেল গুলো একাধিক ব্যাক্তি ধারা পরিচালিত হওয়ার কারণে এই চ্যানেলগুলো পারসোনাল চ্যানেল থেকে সুন্দর  হয়ে থাকে  | 


পারসোনাল চ্যানেল এ ব্যাক্তি নিজের ইচ্ছা মতো যেকোনো কিছু ভিডিও করে আপলোড করতে পারে |   অপরদিকে ব্রান্ড চ্যানেল তাদের কোম্পানির পণ্য সম্পর্কে ভিডিও পাবলিশ করে  থাকে |


এখানে চ্যানেল নাম এ ভিন্নতা থাকলেও দুই চ্যানেলের কাজ একই   দুই একাউন্টই ভিডিও পাবলিশ করে এবং সেখান থেকে আয় করতে পারে  




ইউটিউব চ্যানেল খোলার নিয়ম
 ইউটিউব চ্যানেল খোলার নিয়ম




                    

             ইউটিউব চ্যানেল খোলার নিয়ম





মোবাইল দিয়ে  চ্যানেল খোলার নিয়ম ?



মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলা খুবই সহজ   আগে বলেছি  ইউটিউব চ্যানেল খোলার জন্য (একটি জিমেইল একাউন্ট ,ইন্টারনেট সংযোগ ডিভাইস এবং ভেরিফাই করার জন্য একটি নাম্বার ) প্রয়োজন হবে  | 


মোবাইল থেকে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম: 




 ১ .প্রথমে ইউটিউব অ্যাপ ইনস্টল করুন   |




২ .ইউটিউব অ্যাপ এ প্রবেশ করুন 
  |




৩ .টপ মেনুর টপ রাইট কর্ণার থেকে আপনার জিমেইল এর প্রোফাইল পিকচার     এ ক্লিক করুন 
  |




৪ .এরপর মাই চ্যানেল (My Channel) সিলেক্ট করুন 
  |




৫ .আপনার চ্যানেল এর একটি  Unique নাম দিয়ে Create Channel  চাপুন




  আপনার চ্যানেল তৈরি হয়ে যাবে এখন  |


 আপনি একটি জিমেইল দিয়ে একটি চ্যানেল তৈরি করতে পারবেন  |


 



ডেস্কটপ বা কম্পিউটার  দিয়ে চ্যানেল খোলার নিয়ম ?



এইসময়ে যদি আপনার কম্পিউটার এ চ্যানেল খোলা না থাকে  সেক্ষেএ আপনাকে চ্যানেল খোলার জন্য নিচের ধাপ গুলো অবল্বন করতে  হবে ঃ



১ .Browser থেকে ইউটিউব .কম এ  প্রবেশ করতে হবে 




২ .জিমেইল একাউন্ট সাইন ইন করুন 



৩ .রাইট কর্ণারে থাকা প্রোফাইল এ ক্লিক করেন 



৪.তারপর My চ্যানেল এ ক্লিক করুন 



৫ .চ্যানেলের নাম লিখুন(অবশ্যই নাম ইউনিক দিতে হবে ) 

   এরপর  এ  ক্লিক করুন      



তৈরি হয়ে গেছে আপনার চ্যানেল   তবে আপনাকে  এই চ্যানেল থেকে আয় করার জন্য অবশ্যই  কাস্টমাইজ করা উচিত |   





           ইউটিউবে সফল হওয়ার হওয়ার উপায়






চ্যানেল কাস্টমাইজ করার নিয়ম




আপনি যদি উপরের নিয়মে চ্যানেল তৈরি করে থাকেন তাহলে আমি বলব আপনি সঠিকভাবে চ্যানেল খুলতে পারছেন |  শুধু উপরের নিয়মে চ্যানেল খুললে হবে না , আপনাকে অবশ্যই চ্যানেল দাড করানোর কাস্টমাইজ করতে হবে |   চ্যানেল খুলে সঠিকভাবে  কাস্টমাইজ  করতে পারলে আপনার চ্যানেল গ্রো হওয়া থেকে কেউ আটকে রাখতে পারবে না| 

নিচে চ্যানেল কাস্টমাইজ করার নিয়ম দেখানো হয়েছে --



১/  আপনাকে চ্যানেল কাস্টমাইজ করার জন্য অবশ্যই মোবাইল থেকে হলে     Browser  এ প্রবেশ করতে হবে   তারপর চ্যানেল খোলার সময় ব্যবহার করা   জিমেইল দিয়ে সাইন -ইন করতে হবে |



২/  তারপর  Your Channel  থেকে কাস্টমাইজ চ্যানেল এ যেতে হবে | 



৩/  তারপর  Channel customization  থেকে  Banding  এ  যেতে হবে|  ‍আগে যদি    আপনি লগো ,ব্যানার ইমেজ না দিয়ে থাকেন তাহলে তা দিতে হবে|  আর   (Video Watermark) ভিডিও ওয়াটার মার্ক এ আপনার লগো দিতে হবে |



৪/ এরপর  Basic info    গিয়ে -

   


Name -

 আপনার চ্যানেল নাম চেন্জ করতে পারবেন  বা দিতে  পারবেন |




Handle- 

 চ্যানেল নাম অনুসারে দেওয়া |



Description-

 আপনার চ্যানেল সম্পর্কে ছোট করে লেখা |




links -

 সোশ্যাল মিডিয়া যুক্ত করা |




Contact info- 

 আপনার সাথে যোগাযোগ করা যাবে  এরকম একটা একটিভ  জিমেইল দেওয়া |


উপরের নিয়মগুলো অনুসরণ করে ধাপগুলো পূরণ করতে হবে   |





৫/ তারপর  উপরের  থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে , নিচে সেটিংস এ যেতে হবে -




 Settings (সেটিংস)- থেকে চ্যানেল এ যেতে হবে 





Basic Info ---



Country - আপনি কোন দেশে বাস করেন সে দেশ সিলেক্ট করা |



keywords -আপনার চ্যানেল কি রিলেটেড তার কিওয়ার্ড লেখা |





Advanced Setting----------------



Feature eligibility- ভেরিফাই করা ,এখানে ২ নং অপশনটি ভেরিফাই করার জন্য একটি মোবাইল নাম্বার লাগবে  |  কাস্টম  থাম্বমেইল ব্যবহার করার জন্য এটি ভেরিফাই করা প্রয়োজন|



শেষ আপনার চ্যানেল ভেরিফাই এর কাজ |  এবার আপনি নিচের নিয়ম অনুসরণ করে ভিডিও আপলোড করতে পারেন |




ভিডিও আপলোড করার নিয়ম ? 



আগে বলেছি একটি ইউটিউব চ্যানেলকে একটি দোকানের সাথে তুলনা| ভিডিও হচ্ছে  সেই দোকানের পণ্য | আপনাকে প্রথমে একটি ভিডিও তৈরি করতে হবে|  যা আপনার চ্যানেল এ পাবলিশ করার জন্য প্রস্তুত করে রাখতে হবে | যেমন- টাম্বমেইল ডিজাইন,ট্যাগ রিচার্চ  ইত্যাদি) |  


নিচে ভিডিও পাবলিশ করার নিয়ম দেখানো হলো ঃ



১. ইউটিউব অ্যাপ  এ প্রবেশ করতে হবে |




২.নিচের মেন্যু থেকে প্লাস চিহ্ন এ ক্লিক করতে হবে |




৩.আপলোড এ ভিডিও   তে ক্লিক করতে হবে |




৪.আপনার তৈরি করা ভিডিও সিলেক্ট করুন |




৫.টাইটেল ,ডেসক্রিপসন  ইত্যাদি যুক্ত করুন |




৬.এরপর আপলোড এ চাপুন |



  হয়ে গেছে আপনার ভিডিও আপলোড 






ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

 ইউটিউব চ্যানেল খোলার নিয়ম













 চ্যানেলে ভিউ , সাবস্ক্রাইবার বৃদ্ধি, এবং বড় করার টিপস ?




একটি চ্যানেলের প্রাণ হচ্ছে ভিউ  এবং সাবস্ক্রাইভার| আপনি যত ভিডিও পাবলিশ করেন না কেন সেই চ্যানেল এ যদি ভিউ না হয় তাহলে তা আপনার জন্য তেমন  একটা খুশির  কারণ   হয়ে দাডাবে  না| আবার আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে অনেক ভিউ পাওয়া যায়  আর ভিউ হলে সাবস্ক্রাইভার ও বৃদ্ধি পাবে   




নিচে ভিউ ও সাবস্ক্রাইবার বাডানোর টিপস দেওয়া হলো:



১/ আপনাকে ভিউ বাডানোর জন্য অবশ্যই কন্টেন্টের উপর নজর দিতে হবে |  যত ভালো কন্টেন্ট হবে তত চ্যানেল গ্রো করবে  |



২/ সঠিকভাবে ভিডিও এডিট করুন| ভিডিও এডিট করার জন্য প্লে স্টোর এ অনেক এপ রয়েছে | যা আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন |   



৩/ অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করতে হবে | কেননা আপনি একদিন   ভিডিও পাবলিশ করে তিন ‍দিন করলেন না তাহলে আপনার ভিউয়াস কমে   যাওয়ার সম্ভবনা থাকে |



৪/  ভিডিও ভাইরাল করার জন্য  অবশ্যই আপনার  চ্যানেল  অপটিমাইজ বা কাস্টমাইজ করতে  হবে| ট্যাগ ,ডেসক্রিপসন সঠিকভাবে  দিতে হবে |    



৫/ সোশ্যাল মিডিয়া একাউন্ট লিংক করা ,যা ধীরে ধীরে আপনার পরিচিতি বাডাতে সাহায্য করবে| 



৬/ আপনার ভিউয়ার কোন ভিডিও বেশি দেখতে চাই তা লক্ষ্য  করুন |  তাদের   পছন্দের ভিডিও পাবলিশ করুন| আর অবশ্যই তাদের কমেন্টের উত্তর দেওয়ার   চেষ্ঠা করুন |



৭/ কেউ খারাপ কমেন্ট করলে নিরাশ হবেন না| কারণ আপনি  জানেন আপনি   তা করতে পারবেন | ধৈয্য ধরে ভিডিও  আপলোড  করুন | 





ইউটিউবিং সম্পর্কিত প্রশ্ন উত্তর 





আমি কি ইউটিউবিং করে সফল হতে পারব ?



উ- হ্যা ,আপনি অবশ্যই ইউটিউবিং করে সফল হতে পারবেন | হাজার হাজার মানুষ এই কাজ করে সফল হচ্ছেন |




ইউটিউব থেকে কিভাবে আয় হয় ?



- আপনার চ্যানেল এ  ১ হাজার সাবস্ক্রাইবার ,৪ হাজার ঘন্টা  ওয়াচ টাইম পূর্ণ হলে আপনি আয় করা জন্য প্রস্তুত হবেন | তারপর থেকে আপনার আয় হবে|




ইউটিউব লগো সাইজ কত?



উ-  ইউটিউব লগো সাইজ 98x98 pixels




ইউটিউব ব্যানার সাইজ কত?


উ-  ইউটিউব ব্যানার সাইজ 2048x1152  pixels





শেষ কথা 




যারা ইউটিউব চ্যানেল খুলে আয় করতে চাচ্ছেন আশা করি আজকের এইপোস্টটি তাদের অনেক উপকারে এসেছে|এরকম আরো নিত্য নতুনইউটিউব,ফেসবুক ,ফ্রিল্যান্সিং ইত্যাদি সম্পর্কিত জানতে আমাদের এই ওয়েবসাইটের সাথে যুক্ত থাকুন|




ইউটিউব চ্যানেল লিংকঃ https://youtube.com/@hrtechbd3



Post a Comment (0)
Previous Post Next Post